এরপর খেলা শেষ না করে প্রায় দেড় ঘণ্টা পর আর্জেন্টিনার গোলটি ভিএআর চেকে অফসাইডে বাতিল করে রেফারি। এরপর প্রায় দুই ঘণ্টা পর ফের মাঠে নামানো হয় দু‘দলের ফুটবলারদের। খেলানো হয় মাত্র ৩ মিনিট ১৫ সেকেন্ড। যেখানে আর গোল করতে না পারলে ২-১ ব্যবধানে ম্যাচ হারে আর্জেন্টিনা। দেড় ঘণ্টা পর গোল বাতিলের এমন সিদ্ধান্তকে নিজের জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস বলে অভিহিত করেছেন আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাচেরানো।
ক্রিস্টিয়ান মেদিনার গোল অফসাইডে বাতিল হওয়া ও ম্যাচে বিশৃঙ্খলা তৈরি হওয়া নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন মাচেরানো। তিনি বলেন, ‘কী ঘটেছে ব্যাখ্যা করতে পারব না। আমরা প্রায় দেড় ঘণ্টা ড্রেসিংরুমে বসেছিলাম, কিন্তু এরপরও তারা বলতে পারেননি কী হতে যাচ্ছে।’
মাচেরানো আয়োজকদের সমালোচনা করে বলেন, ‘মরক্কো অধিনায়ক পুনরায় মাঠে নামতে চায়নি। আমরাও চাইনি। আর দর্শকেরাও আমাদের তাক করে অনেক কিছু ছুড়ে মেরেছে। আমার জীবনে দেখা এটাই সবচেয়ে বড় সার্কাস। জানি না কেন তারা একটি খেলার মুহূর্ত রিভিউ করতে ১ ঘণ্টা ২০ মিনিট সময় নিলো। মেদিনার গোলটি অফসাইড হলে ম্যাচটি সেভাবেই চালিয়ে যাওয়া যেত। আমার মনে হয় না দেড় ঘণ্টা বিরতি নিয়ে ম্যাচটি আবারও তিন মিনিটের জন্য খেলার প্রয়োজন ছিল।’
Leave a Reply