আজ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কোটা সংস্কার আন্দোলন, আ.লীগ নেতার মামলায় বাড়ি ছাড়া ৩ সাংবাদিক

(আজকের দিনকাল):লালমনিরহাটের হাতীবান্ধায় কোটা সংস্কারের আন্দোলনে রোষানলে পড়ে হামলা, মামলা ও লঞ্ছিত হয়েছেন ৬ সাংবাদিক। এদের মধ্যে ৩ জনের নামে মামলা, ২ সাংবাদিককে মারধর ও এক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। মামলার আসামি হয়ে বাড়ি ছাড়া রয়েছেন ৩ সাংবাদিক। 

তারা হলেন দৈনিক মানবকণ্ঠ ও বাংলাদেশ জার্নালের সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও কলকাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং সাংবাদিক সাব্বির আহমেদ লাভলু।

জানা গেছে, হাতীবান্ধায় ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর ও আরটিভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্ছিত করে ছাত্রলীগ। এ সময় আসাদুজ্জামান সাজুর অফিসে হামলা করা হয়।

এর আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় সাংবাদিক মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করে ছাত্রলীগ। এদিকে সংঘর্ষের ঘটনায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু মামলা করেন। ওই মামলায় ৩ সাংবাদিককে আসামি করা হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মামলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ