আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে জয়, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ভারতের

(আজকের দিনকাল):অবশেষে ক্লিন সুইপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০-এ টি-২০ সিরিজ জিতল ভারত। গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদবের জুটিতে লুটি। মঙ্গলবার সুপার ওভারের তিন বলেই খেল খতম। প্রথম বল ওয়াইড। পরের দু’বলে আউট কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা। সিরিজে প্রথম ম্যাচেই বাজিমাত ওয়াশিংটন সুন্দরের। সুপার ওভারের প্রথম তিন বলেই জোড়া উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। জয়ের জন্য সুপার ওভারে ৩ রান প্রয়োজন ছিল ভারতের। প্রথম বলেই চার মেরে খেলা শেষ করে দেন সূর্যকুমার। নিশ্চিত হার থেকে জয়ের সরণিতে। জয় দিয়ে অভিযান শুরু করলেন গৌতম গম্ভীর। আবার ৩০ রানে ৯ উইকেট হারাযল শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে ভারত। জবাবে ইনিংসের শেষ বলে ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে পৌঁছয় লঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে শেষ হাসি হাসেন গম্ভীর। আরও একবার জেতা ম্যাচ হাতছাড়া করল শ্রীলঙ্কা। অল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেও মাঝপথে খেই হারায় জয়সূর্যর দল। অন্যদিকে শেষ দুই ম্যাচেই খাদের কিনারে থেকে ফেরেন সূর্যরা।

মঙ্গলবার শুরুতেই ঘটে ব্যাটিং বিপর্যয়। শুভমন গিল ছাড়া টপ অর্ডার হয় ব্যর্থ। মাত্র ৪৮ রানে ৫ উইকেট হারায় ভারত। রান পাননি যশস্বী জয়েসওয়াল (১০), সঞ্জু স্যামসন (০), রিঙ্কু সিং (১) এবং সূর্যকুমার যাদব (৮)। ব্যর্থ শিবম দুবেও (১৩)। একমাত্র উইকেট আঁকড়ে পড়ে থাকেন শুভমন। ৩টি চারের সাহায্যে ৩৭ বলে ৩৯ রান করেন।

সাত এবং আট নম্বরে নেমে গুরুত্বপুর্ণ রান যোগ করেন রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর। ১৮ বলে ২৬ রান করেন পরাগ। সমসংখ্যক বলে ২৫ রান ওয়াশিংটনের। এদিন ব্যাটিং অর্ডারে একাধিক রদবদল হয়। বিশ্রাম দেয়া হয় ঋষভ পন্থকে। তিন এবং চারে নামেন সঞ্জু এবং রিঙ্কু। কিন্তু ব্যর্থ।

রান তাড়া করতে নেমে শুরুটা আবারো ভালো করে শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচের মতো টপ অর্ডার রান পায়। প্রথম উইকেটে ৫৮ রান যোগ করেন পাথুম নিশঙ্কা (২৬) এবং কুশল মেন্ডিস (৪৩)। ওয়ান‌ ডাউনে নেমে রান পান কুশল পেরেরাও। তবে একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ৩৪ বলে ৪৬ রানে আউট হন। একটা সময় যেভাবে এগোচ্ছিল শ্রীলঙ্কা, জয়সূচক রানে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা ছিল।

কিন্তু প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিরা ব্যর্থ। মিডল অর্ডার ডাহা ফ্লপ। আগের ম্যাচের মতো কেউ দু’অক্ষরের রানে পৌঁছতে পারেনি। সহজ জয় থেকে কষ্টার্জিত ড্র। শেষ বলে ভারতের রান ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে তাতেও শেষরক্ষা হয়নি। এদিন বল হাতে দেখা যায় রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদবকে। দু’জনেই এক ওভার করে বল করে জোড়া উইকেট নেন।
সূত্র : আজকাল

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ