আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১১ বছর বয়সেই রকেট বানিয়েছে, পড়ে ফেলেছে পদার্থবিদ্যা-রসায়ন, জানেন কে এই বিস্ময়-বালক?

(আজকের দিনকাল): সেই ছোট বেলায় রকেট উৎক্ষেপণ কেন্দ্র ঘুরে এসেছিল। মাত্র চার বছর বয়সে রকেট এবং অ্যাস্ট্রোনমির প্রতি ভালোবাসা জাগে। সেই বালকের বয়স এখন মাত্র ১১। এই অল্প বয়সেই নিজে নিজেই শিখে ফেলেছে পোগ্রামিং, পদার্থবিদ্যা, রসায়ন এবং ৬০০ লাইনের কোড তৈরি করেছে রকেট তৈরির।

ওই কিশোরের নাম ইয়ান হনসেন। চিনে বাড়ি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই কিশোর পঞ্চম শ্রেণির ছাত্র। ইতিমধ্যে তার নাম দেওয়া হয়েছে ‘রকেট বয়’।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, চিনের এক সমাজমধ্যমে ইতিমধ্যে সে নিজের এই কাজের জার্নি বিস্তারিত জানিয়েছে। বিস্তারিত তথ্যে জানা গিয়েছে, মাত্র ৪ বছর বয়সে রকেটের প্রতি ভালোবাসা তৈরির পর, কিন্ডাগার্টেনেই অনলাইন পোগ্রমিংয়ের কোর্স শুরু করে, একে একে জ্ঞানলাভ করে পদার্থবিদ্যা, রসায়ন, জ্যোতির্বিদ্যায়। ছেলের উৎসাহে পাশে ছিলেন তার বাবা মাও। নিজদের ঘরকেও রকেট গবেষণা কেন্দ্রে পরিণত করেছেন ওই দম্পতি।

২০২২ সালে ইয়ান প্রথম রকেট তৈরি শুরু করে। ২০২৩ সালের রকেট তৈরি শেষ হয় এবং সেটি উৎক্ষেপণ করা হয়। যদিও উড়ানের পরে একগুচ্ছ সমস্যার সম্মুখীন হয়ে সেটি ভেঙে পড়ে। তবে থেমে যায়নি, আরও একবার রকেট তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় মডেল তৈরি করছে। রকেট তৈরির পাশাপশি বিস্ময়-বালক ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের উপর প্রায় ৬০০ লাইনের কোড তৈরি করেছে । ভবিষ্যত পরিকল্পনা কী এই বিস্ময়-বালকের? চিনের সাতটি অভিজাত বেসামরিক প্রতিষ্ঠানের মধ্যে একটিতে ভর্তি হতে চায় সে। বড় হয়ে মহাকাশ গবেষণায় চিনের জন্য প্রকৃত রকেট তৈরি করার সংকল্প ইয়ানের।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ