(আজকের দিনকাল):বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে মো: আব্দুল আহাদ সৈকত (১৭) নামে এক কলেজশিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ সময় মামলায় অজ্ঞাত আরো ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান নয়া দিগন্তকে জানান। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত আব্দুল আহাদ সৈকতের বাবা সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।
নিহত মো: আব্দুল আহাদ সৈকত বগুড়া জেলার সোনাতলা থানার উত্তরদিঘলকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সৈকত সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় পরিবারের সাথে থাকত। সে ঢাকার কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল আহাদ সৈকত সাভারের থানা রোড়ে মুক্তিমোড় এলাকার যায়। সেখানে ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে একাত্বতা পোষণ করে ছাত্র আন্দোলনে যোগ দেয় সে। ওই সময় আসামিদের প্রত্যেক্ষ ও প্ররোক্ষ হুকুমে এবং প্ররোচনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরাসহ আওয়ামী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা আরো আসামিরা হামলা করে। এ সময় আসামিদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে আন্দোলনরত ছাত্রদের ধাওয়া করে এবং এলোপাথারি মারধর এবং আগ্নেয়াস্ত্র দিয়া উপর্যুপরি গুলি বর্ষণ করে। তখন আব্দুল আহাদ সৈকতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৫), সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত (৫০), সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান (৭২), সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব (৫৫), সাবেক মেয়র হাজী আব্দুল গণি (৭২), ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা (৬৫), তেঁতুলজোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর (৫০), বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন (৪৫), বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডল (৪৭), সাভার সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সোহেল রানা (৪২), ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন (৫৫), আশুলিয়া থানা আওয়ামী লীগ সভাপতি ফারুক হাসান তুহিন (৪৮), মাজহারুল ইসলাম রুবেল (৩৭), সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের এপিএস শামীম আহমেদ (৫০),সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক (৩৫), রাজু আহমেদ (৩৫), মোবারক হোসেন খান পলক(২৮), মো: আব্দুল কুদ্দুস (৩৬), কামরুল হাসান শাহীন (৪৮), মেহেদী হাসান তুষার (৪৫) সায়েম মোল্লা (৪৭), আব্দুর রব (৪৪), রাজু মোল্লা (৩২), জাকির হোসেন ওরফে মামা জাকির (৩৮), মো: ইসরাফিল, রায়হান ইসলাম রিপন (২৮), মাসুম দেওয়ান (২৫), হাসান আলী (৪৮), হৃদয় সরকার , জীবন সরকার , আহমেদ ফয়সাল নাঈম ত‚র্য্য (৩০), পাভেল ওরফে তোতলা পাভেল (৩৫), আব্দুর রাজ্জাক (৫০),প্রবাল (৪৫), হাজী মো: আব্বাস আলী (৬০), মো: হাবিজ উদ্দিন (৫৫),হান্নান মিয়া (৪৫),মো: রাজা মিয়া (৪০), মো: গিয়াস উদ্দিন (৫৫),ফজলুল হক ওরফে ফজা (৫৫),মো: আব্দুর রব (৪০), শরিফুল ইসলাম শরীফ, রুবায়েত ইসলাম শান্ত , মো: মমতাজুল হক জনি , আমজাদ হোসেন (৬০), সোহাগ (৩০), রমজান মিয়া (৩২), রুবেল (৩৫), উজ্জল (৪০), আব্দুল মতিন (৫৫), মহিদুল ইসলাম রুবেল ওরফে গিট্টু রুবেল ,আসিফ (২৫), মোহাম্মাদ হোসেন (৫৩), মো: রমজান আলী (৫২), সাইফুল ইসলাম (৪২), কিরণ (৪৫), ইউনুছ পারভেজ (৪৫), সিদ্দিক (৫৭),হামিদ (৫৫),মামুন (৪২), লতিফ (১৯), নুরুল আমীন রানা ওরফে ব্যস্ত রানা (৫২), মুকুল (৫২), সেলিম আহমেদ ওরফে জুট সেলিম (৫০),৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া (৫০), রফিক (৩৫)।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনাম ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবার একটি হত্যা মামলা দায়ের করেছে। এছাড়াও একজনের পায়ে গুলি করার অভিযোগে পাঁচজনকে আসামি ও আরেকজন নিহতের দায়ে ৮১ জনের বিরুদ্ধে একটিসহ আরো দু’টি মামলা সাভার মডেল থানায় হয়েছে।-ডেস্ক
Leave a Reply