আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

(আজকের দিনকাল):কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিকে দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজ-ছাত্র রাব্বি হোসেন (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত রাব্বি হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে নিজ এলাকায় পিকনিক করছিল দুটি গ্রুপ। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। তাতে কলেজ-ছাত্র রাব্বি আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন থানায় হামলার অভিযোগ এনে সাতজনের নামে মামলা করেন রাব্বির পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পিকনিকে হামলার অভিযোগে থানায় মামলা হয়েছিল। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছেলেটি গতকাল শুক্রবার মারা গেছে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ