আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন

(আজকের দিনকাল):সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল হককে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছে। তদন্ত সংস্থায় মোট ১০ জন সদস্য রয়েছেন।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ (অ্যাক্ট নং ১৯) এর সেকশন (৮) ১ এ প্রদত্ত ক্ষমতাবলে এই আইনের ৩ এ বর্ণিত অপরাধসমূহের তদন্ত পরিচালনার জন্য গঠিত তদন্ত সংস্থা ১০ কর্মকর্তার সমন্বয়ে পুনর্গঠন করা হলো।

সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মাজহারুল হক তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও সাবেক পুলিশ সুপার শহিদ্যুল্লাহ চৌধুরী কো- কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া বাকি সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মোহা. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জানে আলম খান, সহকারী পুলিশ সুপার সৈয়ফ আব্দুর রউফ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইউনুস, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ আলমগীর সরকার ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মশিউর রহমান।

এতে আরও বলা হয়, তদন্ত সংস্থার কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে সহায়তা করবেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ