আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর’

(আজকের দিনকাল):ছোটপর্দার দুই অভিনয়শিল্পী আরশ খান এবং তানিয়া বৃষ্টির মধ্যে একসময় বেশ সখ্য ছিল। একসময় প্রেমের গুঞ্জনও ভেসে বেড়িয়েছে। তবে এখন তাদের সম্পর্কে ভাটা পড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশের সঙ্গে সম্পর্কে অবনতির কারণ জানিয়েছেন তানিয়া বৃষ্টি।

মাসখানেক আগে আরশ খান সম্পর্কে একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছিলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।’

তানিয়া বৃষ্টির এই বক্তব্যে ক্ষুব্ধ হন আরশ খান। তানিয়া বৃষ্টির নাম উল্লেখ না করে ফেসবুকে লিখেছিলেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’

আরশের এই পোস্টের পর তাদের সম্পর্কে চিড় ধরার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। এরপর কোনো কাজেও তাদের একসঙ্গে দেখা যায়নি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আবারও আরশ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন তানিয়া। যেখানে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।’

আরশ কেন রেগে আছেন, তা ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, ‘এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আরশের সঙ্গে কী অবস্থা? তখন বলেছিলাম, আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরিফিরি ভাই-ব্রাদারের মতো। সে ভাই-ব্রাদারটা কোট করেছে। কেন ভাই-ব্রাদার বললাম, এ কারণে হয়তো রেগে আছে।’

তবে এসব নিয়ে রাগ পুষে না রাখতে আরশের প্রতি অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী যোগ করেন, ‘আমি আরশকে বলতে চাই, তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমিই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে ওই রকম ভাই-ব্রাদার যে, তুই আমার এভরিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ, কবিতা লিখা বন্ধ কর আর আমাকে নিয়ে কথা বলাও বন্ধ কর।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ