আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মূলধনী মুনাফার কর কমলো

(আজকের দিনকাল):তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনী মুনাফার কর হার কমানো হয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সিদ্ধান্ত বাজারে তারল্য প্রবাহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।

আয়কর আইন অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার বিক্রি থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনী মুনাফা করমুক্ত। এর বেশি মুনাফা হলে তার ওপর ৩০ শতাংশ হারে আয়কর আরোপিত ছিল। বাজারে তারল্য প্রবাহ বাড়াতে এই কর হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

মূলধনী মুনাফার ওপর কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাজারের দীর্ঘ মন্দা কাটিয়ে তারল্য প্রবাহ বৃদ্ধি করে বাজারকে বিনিয়োগসমৃদ্ধ করতে মূলধনী মুনাফার ওপর কর ছাড়ের বিষয়টি খুবই প্রয়োজন ছিল। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীর আগমন ঘটে পুঁজিবাজার বিনিয়োগ সমৃদ্ধ হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ