আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ড

(আজকের দিনকাল):টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. নাজিমুদৌলা এই রায় দেন।

দণ্ডিতরা হলেন-টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. উজ্জল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)।

উজ্জল হোসেনকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সেলিনা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁশুলি (পিপি) এস আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালের ২৮ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উজ্জল ও তার স্ত্রী সেলিনাকে গ্রেফতার করে।

এসময় উজ্জলের দেহ তল্লাশি করে ২০০ পিস এবং সেলিনার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পর দিন টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৭ মার্চ উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গ্রেফতার হওয়ার পর থেকে উজ্জল হোসেন কারাগারে রয়েছেন। তার স্ত্রী সেলিনা মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক রয়েছে।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ