আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মসজিদের লাইট বন্ধ নিয়ে সংঘর্ষ, ১১ জন কারাগারে

(আজকের দিনকাল):নাটোরের বড়াইগ্রামে মসজিদের লাইট বন্ধ করা নিয়ে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ ১১জনকে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন-কেচোয়াকোড়া গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে আব্দুল জব্বার (৬৫), সেন্টু, মন্টু ও রাকিবুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে কাইয়ুম হোসেন ও রেদোয়ান হোসেন, আব্দুর রশিদের ছেলে রওনক রশিদ রাদ, আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান ও মাহফুজুর রহমান, মাহতাব উদ্দিনের ছেলে সিয়াম আহমেদ ও রফিকুল ইসলাম নান্টুর ছেলে তানভীর আহমেদ।

এর আগে শুক্রবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কেচোয়াকোড়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে ১৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। পরে সে মামলার এজাহারনামীয় ১১ আসামিকে গ্রেফতার করা হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মসজিদের লাইট বন্ধ করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে আব্দুল জব্বার ও আফসার আলীর স্বজনদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত ও একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। -ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ