(আজকের দিনকাল):সাতক্ষীরায় আটক চোরাকারবারীর পায়ু পথ থেকে দুটি স্বর্ণেরবার উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (০৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার হরিশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এরপর তার পায়ুপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার হয়।
আটক চোরাচালানির নাম মো. আল আমিন (২৫)। তিনি হরিশপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক সন্ধ্যায় এক লিখিত বার্তায় বলেছেন, বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আল আমিনকে আটক করে।
এরপর জিঙ্গাসাবাদের এক পর্যায়ে সে জানায়,তার পায়ু পথে স্বর্ণের বার লুকানো আছে। তাকে ওষুধ খাইয়ে সেই স্বর্ণ বের করা হয়। তিনি আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন২৩৩ গ্রাম ২৬০ মিলিগ্রাম। যার মূল্য ধরা হয়েছে, ২৭ লাখ ৪৪ হাজার ৩০৪ টাকা। স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য আল আমিন হরিশপুর সীমান্তে নিয়ে যাচ্ছিলো।
স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।-ডেস্ক
Leave a Reply