আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাতে গ্রেপ্তার, সকালে থানা থেকে পালালেন হত্যা মামলার আসামি

(আজকের দিনকাল):গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি হৃদয় শেখ (২৫) নামের এক যুবক পালিয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে মুকসুদপুর থানা থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। আসামি হৃদয় শেখ মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের বাসিন্দা।

থানা থেকে আসামি পালানোর বিষয়টি গতকাল সন্ধ্যার পর জানাজানি হলে মুকসুদপুর থানার ওসি রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে-এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালে আকাশ মাতুব্বর নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হন তিনি।

মামলার বাদী শাহ আলম মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছিল। ওই হত্যার সঙ্গে হৃদয় জড়িত বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিনেও তাকে গ্রেপ্তার করা হয়নি। আমি গত রাতে হৃদয়ের খোঁজ নিয়ে পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সকালে থানা থেকে কী করে আসামি পালায়? এটা কি পুলিশের দায়িত্বে অবহেলা নয়?’

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, আকাশ মাতুব্বর হত্যা মামলায় হৃদয় শেখ জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সকালে তিনি থানা থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আমরা ব্যবস্থা নিয়েছি। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কাজে কোনো গাফিলতি পেলে তাহলে তাদের বিরুদ্ধে নিয়মনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। -ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ