আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হত্যা করে মালামাল লুট

(আজকের দিনকাল):পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জের মিয়াবাড়িতে সাবেক এক সেনা সদস্যের ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত,পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।

সোমবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। তবে হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কী কী মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের ওপর তার হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকেন। পরে তাকে খাটের ওপর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেওয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো দেখা যায়।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ