আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির ৭ জেলা ও তৃণমূলের সম্মেলন প্রস্তুত কমিটি

(আজকের দিনকাল):বিএনপির বরিশাল বিভাগীয় ৭ সাংগঠনিক জেলা (৬ জেলা ও এক মহানগর) ও তৃণমূলের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বরিশাল বিভাগীয় দায়িত্বে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এই কমিটি অনুমোদন করেন।

এতে বলা হয়, বরিশাল বিভাগের এক সিদ্ধান্ত মোতাবেক ৬ সাংগঠনিক জেলা ও বরিশাল মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটিসমূহ গঠন করা হলো। কমিটি পুনর্গঠনের লক্ষ্যে সম্মেলন প্রস্তুত কমিটিতে বরিশাল মহানগরের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা হাসান মামুন, বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক হায়দার আলী লেলিন, বরিশাল জেলা উত্তরের আহ্বায়ক মো. দুলাল হোসেন, ভোলা জেলার আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, পিরোজপুর জেলার আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, ঝালকাঠী জেলার আহ্বায়ক হায়দার আলী লেলিন ও বরগুনা জেলার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম টিপু।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ