(আজকের দিনকাল):বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে কোনভাবেই সুযোগ দেওয়া হবে না। তারা গত ১৬ বছর দেশের মানুষকে গুম, খুনসহ যে মা বোনদের যে ইজ্জত লুণ্ঠন করেছে তার বিচার করা হবে। আজকের এই দিনে তৎকালীন শেখ মুজিবুর রহমান দেশে বাকশাল কায়েম করতে চেয়েছিল। সেই সময় কয়েকটি পত্রিকা বন্ধ করে গণতন্ত্র জিম্মি করে রাখেন। তার মতাদর্শে শেখ হাসিনাও গত ১৬ বছর দেশে গণতন্ত্র তার হাতে রেখেছিল। আমরা আর আওয়ামী লীগের শাসন আমল আর দেখতে চাইনা। তাদের সময়ের সকল ঘুম, খুনের বিচার প্রক্রিয়া শেষ করে নুন্যতম সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যেতে চাই।
২৫ জানুয়ারি শনিবার বেলা ১ টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথসভায় এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, কমিশনের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ তত্ত্ব রাজনৈতিক দলের মতামতের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছ থেকে গণতন্ত্র ফিরে আনতে পারেনি তা কিন্তু সম্ভব হয়েছে এ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। তারা যে-সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তার সংস্কার করা। ফ্যাসিস্ট হাসিনার সকল ঘুম খুনের বিচার করার পরেই নির্বাচনের ব্যবস্থা করা হবে। ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও আলেম ওলামা সংগঠন মিলে এ ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। তাই আমরা চাই তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।
তিনি বলেন, বাংলাদেশ বিরোধী ফ্রাসিস্ট আওয়ামী লীগকে কোনভাবে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না। আগে তাদের গুম, খুনের বিচার শেষ করে নুন্যতম সংস্কার শেষে বাংলাদেশ মনা সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে।
এসময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাফস শীল, অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক ও উপজেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-ডেস্ক
Leave a Reply