আজ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি গণঅধিকার পরিষদের

(আজকের দিনকাল):অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার গণঅধিকার পরিষদের বিজয়নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহ-সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে ছাত্র প্রতিনিধি দাবি করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকা দুই ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাফফুজ আলমকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

ফারুক হাসান বলেন, তারা যদি পদত্যাগ না করেন তাহলে অন্যান্য সব রাজনৈতিক দল ও বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে গণঅধিকার পরিষদ, বলেন তিনি।

তিনি বলেন, এই সরকার জনগণের সরকার। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি রাজনৈতিক দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সবল করছে। এখান থেকে আমাদের সংশয় ও সন্দেহের উদ্রেক হয়েছে। এই সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে, জনগণ তাদের বিরুদ্ধেও দাঁড়াবে।

এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন জরুরি। যেহেতু এই উপদেষ্টা পরিষদে বিতর্কিত ব্যক্তিরা রয়েছে।

হাইকোর্টের রায় অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হওয়া জরুরি। গণঅধিকার পরিষদ গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও রোডম্যাপ দাবি করছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, প্রধান উপদেষ্টার গতকালের বক্তব্য অনুযায়ী ডিসেম্বরের নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য দরকার জাতীয় ঐক্যমত। কিন্তু উপদেষ্টাদের বক্তব্যে জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ