আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদে যাচ্ছে ইউরোপের প্রথম রোভার টেনাশিয়াস

(আজকের দিনকাল):ইউরোপ থেকে প্রথমবারের মতো চাঁদের বুকে যাচ্ছে রোভার যান ‘টেনাশিয়াস’। এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে চাঁদে পাঠানো হবে এই রোভারটি।

লুক্সেমবার্গভিত্তিক মহাকাশ প্রতিষ্ঠান ‘আইস্পেস ইউরোপ’ এই অভিযান পরিচালনা করছে। এটা মূলত জাপানের আইস্পেসের সহযোগী প্রতিষ্ঠান।
আইস্পেস ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়েন লামামি জানিয়েছেন, টেনাশিয়াস একটি ছোট রোভার হলেও এর মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইউরোপের প্রথম চন্দ্র রোভার এবং চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে প্রথম ইউরোপীয় যান হিসেবে।২১ ইঞ্চি লম্বা এবং ৫ কেজি ওজনের টেনাশিয়াস রোভারটি হালকা ওজনের কার্বন ফাইবার-রিইনফোর্সড প্লাস্টিকের ফ্রেম দিয়ে তৈরি। রোভারের সামনের দিকে রয়েছে একটি এইচডি ক্যামেরা এবং এর বিশেষ ধরনের চাকা চাঁদের আঁকাবাঁকা পথে চলাচল করতে সক্ষম।

আইস্পেসের প্রতিষ্ঠাতা তাকেশি হাকামাদা বলেন, চাঁদ নিয়ে গবেষণার জন্য বিশ্বের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আমরা চাঁদের সম্পদ ভবিষ্যতে ব্যবহারের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা ও লুক্সেমবার্গ স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে কাজ করছি।  –বিডিপ্রতিদিন

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ