(আজকের দিনকাল):ইউরোপ থেকে প্রথমবারের মতো চাঁদের বুকে যাচ্ছে রোভার যান ‘টেনাশিয়াস’। এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে চাঁদে পাঠানো হবে এই রোভারটি।
আইস্পেসের প্রতিষ্ঠাতা তাকেশি হাকামাদা বলেন, চাঁদ নিয়ে গবেষণার জন্য বিশ্বের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আমরা চাঁদের সম্পদ ভবিষ্যতে ব্যবহারের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা ও লুক্সেমবার্গ স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে কাজ করছি। –বিডিপ্রতিদিন
Leave a Reply