আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বৃদ্ধি

(আজকের দিনকাল):রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও সাত মাস বাড়ানো হয়েছে।

তার চুক্তির মেয়াদ গত ১১ জুলাই থেকে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত জয়নাল আবেদীনকে (রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব) বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১১ জুলাই থেকে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত একই পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। বিসিএস তথ্য ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব নিয়োগ পান।

তিনি তখন তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৯ সালের ৮ এপ্রিল রাষ্ট্রপ্রতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। কিন্তু এক মাস পরে তিনি আবার রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ফিরে যান। পরে তিনি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদমর্যাদা পান। জয়নাল আবেদীন কর্মজীবনে জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ