আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোহলিই ক্রিকেটের আসল রাজা: আমির

(আজকের দিনকাল):আইপিএলে প্লেঅফ নিশ্চিতের জন্য সব ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য। তাই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বৃহস্পতিবার জয়ের বিকল্প ছিল না।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে হায়দরাবাদ। জবাব দিতে নেমে চার বল হাতে রেখেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে ব্যাঙ্গালোর। ৬৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০০ রান করে জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি।

চার বছর পর আইপিএলে প্রথম সেঞ্চুরির দেখা পান কোহলি। সেটিও রান তাড়ায় ব্যাট করতে নেমে। কোহলির এমন ইনিংস দেখে মোহাম্মদ আমিরের মুখ থেকে কেবলই মুগ্ধতা বেরিয়ে এলো।

দুর্দান্ত এই ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ছিল আমিরের। এর পর কোনো দ্বিধা ছাড়াই কোহলিকে ক্রিকেটের আসল রাজা বললেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের বাঁহাতি এই পেসার বলেন, ‘এই প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে কোহলির কোনো তুলনাই হয় না। কোহলির অর্জনগুলো অবিশ্বাস্য। বৃহস্পতিবার সে আরও এক কীর্তি অর্জন করল। এই সেঞ্চুরি খুবই স্পেশাল ছিল। কারণ এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ব্যাঙ্গালুরুর জন্য এবং কোহলি জ্বলে উঠল।’

তিনি আরও বলেন, ‘যে ধরনের শট সে খেলেছে তা অবিশ্বাস্য। তার ক্লাস সম্পর্কে আমরা জানি এবং একজন বড় খেলোয়াড় কঠিন সময়ে সবসময়ই জ্বলে। চার বছর পর সে প্রথম সেঞ্চুরি করল, টুর্নামেন্ট ইতিহাসে যা তার ষষ্ঠ সেঞ্চুরি। সে ক্রিকেটের আসল রাজা। সে যদি আরও পাঁচ বছর খেলে, জানি না কত রেকর্ড সে ভাঙতে চলেছে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ