আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ


আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা পুরুষ বিভাগে বিজিবি চ্যাম্পিয়ন

(আজকের দিনকাল):বাংলাদেশ জুডো ফেডারেশন কর্তৃক আয়োজিত ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতার পুরুষ বিভাগে বিজিবি চ্যাম্পিয়ন হয়েছে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ২৮ জুলাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৭টি ওজন শ্রেণিতে বিজিবির ১৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় ৮১ কেজি ওজন শ্রেণিতে সিপাহী নূর আলম, ৯০ কেজি ওজন শ্রেণিতে সিপাহী মাহফুজার রহমান, ৯০ কেজি ওজন শ্রেণিতে নায়েক আবুল কালাম আজাদ স্বর্ণপদক অর্জন করের। এছাড়া ৭৩ কেজি ওজন শ্রেণিতে সিপাহী আমিরুল ইসলাম, ৮১ কেজি ওজন  শ্রেণিতে সিপাহী শিপন মিয়া এবং ৯০ কেজি ওজন শ্রেণিতে সিপাহী রাকিব হাসান রৌপ্যপদক অর্জন করেন। প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৭টি ওজন শ্রেণিতে ৩টি স্বর্ণপদক, ৩টি  রৌপ্যপদক এবং ৫টি তাম্রপদক অর্জন করে বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোমবার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান জুডো প্রতিযোগিতায় পদক অর্জনকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিজিবি মহাপরিচালক খেলোয়াড়দের দলগত শৃঙ্খলা, একাগ্রতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অধিকতর সাফল্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করেন।

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ