আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীপুরে মহান মে দিবসে শ্রমিক সমাবেশ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে মঙ্গলবার বেলা ১১টায় মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক ও পৌর শ্র্রমিকলীগ।

জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর পৌর শাখার সভাপতি লিটন ফকির ও সাধারণ সম্পাদক মাসুম আহমেদের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এড. জামিল হাসান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, শ্রীপুর আঞ্চলিক শ্রমিকলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ। সভা শেষে একটি র‌্যালী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পদক্ষিণ করে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ