আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসামে ভাষা শহিদ দিবস পালন, সম্মাননা পেলেন যুগান্তরের শিপন হাবীব

(আজকের দিনকাল):ভারতের আসামে মধ্যরাত থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার আসামে শত শত মানুষ বাংলা ভাষা দিবস উদযাপন করেছেন।

দিবসটি উপলক্ষ্যে স্থানীয় গুণীজন এবং বাংলাদেশ থেকে যাওয়া অতিথিদের ক্রেস্ট প্রদান ও সম্মাননা জানানো হয়। সেখানে দৈনিক যুগান্তরের রিপোর্টার শিপন হাবীবকে উদযাপন কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন থেকে সম্মাননা জানানো হয়।

উদযাপন কমিটির সভাপতি নিশা শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান, উদযাপন কমিটির ওয়ার্কিং সভাপতি স্বর্ণালী চৌধুরী, ত্রিপুরা থেকে আসা কবি ও লেখক দেবব্রত দেব রায়।

প্রসঙ্গত ১৯৬১ সালের ১৯ মে মাতৃভাষা বাংলা রক্ষার দাবিতে শত শত বাঙালি শিলচর রেলওয়ে স্টেশনে অবরোধ করেন। ওই সময় কমলা নামক এক কিশোরীসহ ১০ যুবককে গুলি করে হত্যা করে পুলিশ। আজও সেই হত্যার বিচার হয়নি। তদন্ত কমিটি গঠন করা হলেও রিপোর্ট প্রকাশ করা হয়নি এখনও।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ