(আজকের দিনকাল):লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ঈগল পাখি প্রতীক) অবরুদ্ধ করে জাল ভোট প্রদানের ছবি তুলতে গেলে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আনন্দ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রহিম, সাংবাদিক মিনহাজ ও মাসুদ বাবু।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটের অনিয়মের খবর জানতে লালমনিরহাট -১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান কেন্দ্রে যান। ওই সময় নৌকার সমর্থিত কর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় ক্যামেরা ভেঙে তাদের ওপর হামলা চালালে গাড়ির চালকসহ তিন সাংবাদিক আহত হোন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আহত তিন সাংবাদিক হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার সাইফুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরেই সেখানে পুলিশ-বিজিবি সদস্যসহ বিপুল পরিমাণের আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছিল। তবে কি কারণে এমন হয়েছে তা এখনো জানা যায়নি।
Leave a Reply