আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগ নেতার দখলে থাকা ১৪ একর সরকারি জমি উদ্ধার

(আজকের দিনকাল):যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার সহযোগীদের অবৈধ দখলে থাকা ১৪ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে সরকারি জমি (জলমহাল) অবৈধ দখলমুক্ত করে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

জানা যায়, চৌগাছা পৌরসভার চৌগাছা মৌজার আরএস খতিয়ান-১ এর ২৭টি আলাদা দাগের ১৪ দশমিক ১০০ একর জমি জলমহাল হিসেবে ছিল। এই জলমহাল দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কাউন্সিলর গোলাম মোস্তফার নেতৃত্বে জোরপূর্বক দখলে রেখে মাছ চাষ করতেন। শুধু দখলই নয়, এই জলমহালের জমির শ্রেণি পরিবর্তন করে ধানি জমি হিসেবে নিজেদের নামে রেকর্ড করে নেন।

বিষয়টি বুঝতে পেরে ভূমি অফিস রেকর্ড সংশোধন করে জলমহালে ফিরিয়ে নেওয়ার জন্য মিসকেস করেন। অবৈধভাবে নিজেদের নামে দখলকারী ব্যক্তিরা দেওয়ানী মামলা করেন। মামলায় তারা আদালতে হেরে যান। তারপরও অবৈধভাবে জলমহালটি তারা দখলে রেখেছিলেন।

৫ আগস্টের পটপরিবর্তনের পর স্থানীয়দের তোপের মুখে অবৈধ দখলদার চক্রটি এলাকা ছাড়া হয়। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযানে চালিয়ে ওই জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে সরকারি দখলে নিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হলো। এটি আমাদের বড় অর্জন। অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পদ ফিরিয়ে আনার অভিযান অব্যাহত থাকবে।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ