আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

(আজকের দিনকাল):সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এত বক্তারা বলেন, কোটা আন্দোলন‌কে ঘি‌রে সৃষ্ট নৈরা‌জ্যে শত শত সাংবা‌দি‌কের ওপর হামলা হ‌য়ে‌ছে। দুইজন সাংবা‌দিক নিহত হ‌য়েছেন। বি‌টি‌ভি ভব‌নে হামলা ও অগ্নিসংযোগ ক‌রে ধ্বংস করার চেষ্টা করা হ‌য়ে‌ছে। নিঃস‌ন্দে‌হে এটা ছাত্র‌দের কাজ নয়। এর সঙ্গে স্বাধীনতা‌বি‌রোধী জ‌ঙ্গি গোষ্ঠী জ‌ড়িত। এদের বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। আহত সাংবা‌দিক‌দের সু‌চি‌কিৎসার ব্যবস্থা কর‌তে হ‌বে।

শুক্রবার (২৬ জুলাই) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়ত‌নে সাতক্ষীরার সাংবা‌দিক সমাজের আয়োজনে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমা‌বে‌শে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈ‌নিক কালের চিত্র সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু আহ‌মে‌দের সভাপ‌তি‌ত্ব করেন। এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের হামলার সঙ্গে যারা জড়িত শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বরাবরই দা‌য়িত্ব পালন কর‌তে গি‌য়ে সাংবা‌দিক‌দের হামলা, মামলা এমনকি হত্যার শিকার হ‌তে হয়।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রা‌খেন সাতক্ষীরা প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি আবুল কালাম আজাদ, সা‌বেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, সা‌বেক সহসভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কা‌লিদাস রায়, স্বদেশ প‌রিচালক মাধব চন্দ্র দত্ত, ‌দেশ টি‌ভির শরীফুল্লাহ কায়সার সুমন, ইন্ডি‌পে‌ন্ডেন্ট টি‌ভির আবুল কা‌সেম, ভো‌রের কাগ‌জের ড. দিলীপ দেব, ব‌ণিক বার্তার গোলাম স‌রোয়ার, ‌বৈশাখী টি‌ভির শামীম পার‌ভেজ, সাংবা‌দিক র‌বিউল ইসলাম, সাংবা‌দিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরার সকা‌লের আমিরুজ্জামান বাবু, পত্রদূ‌তের আব্দুস সামাদ, বাস‌সের দিদারুল আলম, ঢাকা টাইম‌সের হো‌সেন আলী প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ